১. HT Global Ltd এর সাথে কোন প্রকার লেনদেন করলে HT Global Ltd এর Money Receipt গ্রহন করবেন। HT Global Ltd.  শুধু মাএ এর Money Receipt এ গ্রহনকরা টাকার জন্য দায় বহন করবে।
২.HT Global Ltd College /University এর সকল প্রকার ফি ব্যাংকের মাধ্যমে College /University এর ব্যাংক একাউন্টে প্রদান করতে স্টুডেন্টদের উৎসাহিত করে এবং এর কোন প্রকার দায়  HT Global Ltd বহন করবে না।
৩.Visa  Refuse হলে   University Refund Policy অনুযায়ী HT Global Ltd, Refund এর ব্যপারে সয়াহতা করবে। University এর refund policy university ভেদে ভিন্ন ভিন্ন হয়। স্টুডেন্টদের university refund policy জেনে Application করার জন্য অনুরোধ রইল।
৪.HT Global Ltd বাংলাদেশে বিদেশী University/College এর বাংলাদেশী প্রতিনিধি হিসেবে University/College এর Current offer / তথ্য প্রদান করে । HT Global Ltd  সকল University/College এর তথ্য সমূহকে Physically Verify করা সম্ভব নয় এবং তথ্য সর্বদাই পরিবর্তনশীল ,এজন্য HT Global Ltd স্টুডেন্টদের University/College এর বর্তমান তথ্যসমূহ যাচাই করে নেবার জন্য উৎসাহিত করে।কোন প্রকার University/College এর তথ্যপরিবর্তনের জন্য স্টুডেন্ট ক্ষতিগ্রস্থ হলে HT Global Ltd দায় বহন করবেনা।
৫.HT Global Ltd   VISA Processing এর ব্যপারে সয়াহতা করে মাএ। কোন প্রকার ভিসা গ্যরান্টি দেয় না। ভিসা Refuse এর কারনে স্টুডেন্ট আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হলে দায় HT Global Ltd বহন করবেনা। এজন্য স্টুডেন্টদের যেকোন Non Refundable  Fees জেনে ভিসা process করার জন্য অনুরোধ করা হল।
৭. ভিসা প্রসেসিং এর সময় সংশ্লিষ্ট দেশের Immigration এবং Embassy এর উপর নির্ভরশীল Immigration এবং Embassy এর কারনে Visa processing এ বিলম্বের জন্য HT Global Ltd কোনভাবেই দায়ী নয়।
৮. স্টুডেন্টদের যেকোন দেশের পার্ট টাইম জব ওই দেশের Immigration Rules দ্বারা Control হয়।  HT Global Ltd  জব এবং Accommodation এর ব্যপারে  সয়াহতা করে মাএ ।কোন প্রকার জব গ্যরান্টি দেয় না। স্টুডেন্ট সংশ্লিষ্ট দেশে জব না পেলে HT Global Ltd কে দায়ী করতে পারবে না।
৯. HT Global Ltd, University এর প্রয়োজনে স্টুডেন্ট এর একাডেমিক ডকুমেন্ট সংরক্ষন করে। স্টুডেন্ট এর Passport সংরক্ষনকরে না। Visa এর প্রয়োজনে Passport বহন করতে হলে HT Global Ltd   এর প্রতিনিধিকে Authorization Form fill-up করে Authorize করতে হবে।
১০. HT Global Ltd এর ব্যাপারে কোন অভি্যোগ থাকলে Managing Director বরাবর লিখিত অভিযোগ করুন অথবা ইমেইল করুন [email protected] আপনার অভিযোগ অথবা সাজেশান আন্তরিক ভাবে গ্রহন করা হবে।
HT Global Ltd  এর Service গ্রহন করার জন্য আপনাকে আন্তরিক ভাবে অভিন্দন।
Authorized Signature
HT GLOBAL LIMITED